About Us
যুগাবতার শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র মানব কল্যাণের উদ্দেশ্যে যুগের সন্ধিক্ষণে পৃথিবীতে অবতরণ করেছিলেন।তিনি তাঁর সামগ্রিক জীবনটাই মানব কল্যাণে ব্যয় করেছেন। তাঁর একমাত্র আয় ছিল মানুষ এবং ব্যয় ছিল মানুষের প্রতি ঐকান্তিক ভালবাসা। তাঁর জন্মভূমি অধুনা বাংলাদেশের পাবনা জেলার হিমাইতপুর গ্রামে মানব কল্যাণের উদ্দেশ্যে তিনি অসংখ্য প্রকল্প গড়ে তুলে ছিলেন। প্রচন্ড বিরোধিতার মধ্যেও তিনি কখনও মানুষের প্রতি বিশ্বাস হারাননি। যাঁরা তাঁর প্রতি খারাপ ব্যবহার বা আচরণ করেছে তিনি তাদের ততটাই কাছে টেনে নিয়েছেন এবং তাঁর অতলান্ত প্রেমের পরশে তাঁদের জীবনে আমুল পরিবর্তন ঘটিয়েছেন। এই সেবা কার্যের উদ্দেশ্যে তিনি হিমাইতপুরে স্বস্তি সেবক বাহিনী গড়ে তুলেছিলেন। এই স্বস্তি সেবক বাহিনী তাঁর আশির্বাদ মাথায় নিয়ে তদানীন্তন কালে বহু জনহিতকর কাজ করেছে। কালের নির্মম পরিহাসে তিনি বায়ু পরিবর্তনের জন্য সাঁওতাল পরগনার দেওঘরে এসে দেশবিভাগের কারণে আর তাঁর মাতৃভূমীতে ফিরে যেতে পারেননি। দেওঘরে প্রচন্ড প্রতিকুল অবস্হার মধ্যে স্বস্তি সেবক বাহিনীর কার্যকলাপ স্তিমিত হয়ে যায়। ইদানিং কিছু মানুষ পুনরায় স্বস্তি সেবক বাহিনীর অতীত কার্যকলাপের পুনরুত্থানের উদ্দেশ্যে সাধ্যমত চেষ্টা করছেন। বর্তমানে স্বস্তি সেবক বাহিনীর তত্ত্বাবধানে ফ্রি হেল্হ ফোরাম, কুটীরশিল্প প্রকল্প, গ্রন্হাগার, পাঠচক্র, নিরামিষ রান্নার প্রশিক্ষণ, সুবিবাহের ব্যবস্থাপনা, সংস্কৃত পাঠ্যক্রম ইত্যাদি প্রকল্প গুলিতে আপনাদের সহযোগিতা পেলে শ্রীশ্রীঠাকুরের ঈপ্সিত আরও অনেক প্রকল্প গুলোকে বাস্তবায়িত করা সম্ভব হবে। জয়গুরু।